পদ্মা সেতু উদ্বোধনে বিড়ি শ্রমিকদের আনন্দ র‍্যালি

Looks like you've blocked notifications!
পদ্মা সেতু উদ্বোধনের পর গতকাল শনিবার মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ির সমাবেশস্থলে আনন্দ র‍্যালি করেন বিড়ি শ্রমিকরা। ছবি : সংগৃহীত

পদ্মা সেতু উদ্‌বোধন উপলক্ষ্যে আনন্দ র‍্যালি করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। গতকাল শনিবার মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ির সমাবেশস্থলে এ আনন্দ র‍্যালি করেন বিড়ি শ্রমিকেরা।

র‍্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহসভাপতি নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক হারিক হোসেন, প্রচার সম্পাদক শামীম ইসলাম, বিড়ি শ্রমিকনেতা আলম শেখ, দুলাল মোল্ল্যা, ছাদ আলী, টোকন রায়, আব্দুল খালেক, দুলাল শেখসহ কয়েকশত বিড়ি শ্রমিক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘জাতীয় অভিভাবক’ উল্লেখ করে বিড়ি শ্রমিকনেতারা বলেন, ‘বহু চ্যালেঞ্জ মোকাবিলা করে এবং দেশি-বিদেশি সব ষড়যন্ত্র রুখে দিয়ে পদ্মার বুকে দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু আপনি তৈরি করেছেন। আপনি জাতীয় অভিভাবকের আসনে সমাসীন আছেন, থাকবেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে শ্রমিকরা বলেন, ‘পদ্মা সেতু বাংলাদেশের জনগণকে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস এনে দিয়েছে।’