পদ্মা সেতু নিয়ে মাতামাতি করে জনগণের ক্ষতি করা হচ্ছে : আলাল
পদ্মা সেতু নিয়ে মাতামাতি করে জনগণের ক্ষতি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে আজ শুক্রবার এক মানববন্ধনে এসব কথা বলেন আলাল।
বিএনপি যুগ্ম মহাসচিব আলাল বলেন, ‘রাতের পরে দিন আসে, অন্ধকারের পর আলো আসে। এই দিন এরকম থাকেব না, দিন পরিবর্তন হবে। তাই, অন্ধকার থেকে আলো বেরিয়ে আসার আগে পালিয়ে যান।’
আলাল আরও বলেন, ‘এখনো সময় আছে, মানুষের অধিকার ফিরিয়ে দেন। বেগম খালেদা জিয়াকে মুক্তি দেন। তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করেন।’
আলাল বলেন, ‘গত বছরের চেয়ে এবছর তিন হাজার কোটি টাকা বেশি পাচার হয়েছে। কারা পাচার করেছে, তা আমার কিংবা আপনার বলার দরকার নেই। পরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন, কারা টাকা পাচার করেছে।’
‘বিএনপির জনপ্রিয়তা এদেশের জনগণের দোয়া এবং সমর্থনের ওপরে’ উল্লেখ করে আলাল বলেন, ‘সারা দেশের জনগণের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি তাঁর রাজনৈতিক জীবনে ২৩টি আসনে নির্বাচন করেছেন। সব কয়টি আসনেই তিনি জয় পেয়েছেন। পরাজয় বলতে তাঁর কিছু নেই। আর এ কারনেই এই সরকারের রেশনালে পড়েছেন তিনি।’ আলাল আরও বলেন, ‘অথচ, আওয়ামী লীগের জনপ্রিয়তা হলো কিছু গণবিরোধী কর্মকর্তা, কিছু পুলিশ কর্মকর্তার ওপরে।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, কৃষকদলের সহসাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম প্রমুখ।