পাপন বিদেশের ক্যাসিনোতে খেলেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি : এনটিভি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সাহেবের ক্যাসিনো খেলার একটি ভিডিও আমরা দেখেছি। তিনি (পাপন) সম্ভবত বিদেশের কোনো একটি ক্যাসিনোতে খেলেছিলেন। দেশের ক্যাসিনোতে খেলেছেন বলে মনে হয় না।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ রোববার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ মতবিনিময় সভার আয়োজন করে। বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন শামীম আহমেদ।
সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ক্যাসিনো খেলার একটি ভিডিও ও কিছু স্থিরচিত্র ভাইরাল হয়েছে। ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অপরাধে যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের মতো নেতারা গ্রেপ্তার হলে পাপনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ক্যাসিনো একটা অবৈধ ব্যবসা। বাংলাদেশের সংবিধানে জুয়া খেলার স্বীকৃতি নেই। জুয়া যেহেতু আমাদের সংবিধানে নিষিদ্ধ, এজন্য আমরা এর বিরুদ্ধে কাজ করছি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ক্যাসিনো যারা চালাচ্ছেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। পাপন সাহেব বিদেশে খেলেছেন হয়তো। দেশে যারা ক্যাসিনো খেলার সঙ্গে যুক্ত এমন লোকদের ধরতে গেলে কয়েক লাখ লোক ধরতে হবে। আমরা ক্যাসিনো খেলার মূল আয়োজকদের ধরছি, যাতে এ খেলা বন্ধ হয়ে যায়।
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে গতকাল শনিবার পুকুরে ফেলে দেওয়া ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না? এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না। ইতিমধ্যেই ২২ জনকে আটক করা হয়েছে। এ ঘৃণিত অপরাধের জন্য জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে।
বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগপত্রের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা একটি নির্ভুল চার্জশিট দেব যাতে জড়িত আসামিরা কেউই রেহাই না পায়। আবার নিরপরাধ ব্যক্তিরাও হয়রানির শিকার না হন। এ জন্যই একটু সময় লাগছে। তবে খুব শিগগিরই এ মামলার চার্জশিট দেওয়া হবে।’
সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার ঘটনায় এখনো অভিযোগপত্র জমা না দেওয়ার কারণ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘র্যাব এ ঘটনার দতন্ত করছে। আমি যতটুকু জানি তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই আদালতে জমা দেবে র্যাব।’

নিজস্ব প্রতিবেদক