বিএনপি সব সময় দেশের মানুষের পাশে থাকে : ডা. জাহিদ
দিনাজপুর ৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের দল, আপনাদের দল। জাতীয়তাবাদী দলের ইতিহাস হচ্ছে সব সময় মানুষের পাশে দাঁড়ানো। কখনোই মানুষকে ছেড়ে পালিয়ে যায় না, ভয়ে আত্মসমর্পনও করে না।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রংপুরের সহযোগিতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠানে ডা, জাহিদ এ কথা বলেন। সকাল ১০টায় শুরু হওয়া এই চিকিৎিসাসেবা কার্যক্রম চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
ডা. জাহিদ হোসেন বলেন, মানুষের সুযোগ-সুবিধা, দুঃখ-দুর্দশা লাঘবে বিএনপি অত্যন্ত সচেতন। তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তত্ত্বাবধানে আমাদের চিকিৎসকরা সমাজের অসহায় ও দুস্থ রোগীদের ফ্রি চিকিৎসাসেবা ও বিনামুল্যে ওষুধ দিয়ে যাচ্ছেন। এই চিকিৎসাসেবা চলমান থাকবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের চারটি (হাকিমপুর, বিরামপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ) উপজেলার অসহায় ও দুস্থ রোগীদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। চার উপজেলার বিভিন্ন মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন অধ্যাপক ডা. জাহিদ হোসেন। এ সময় সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম জানান, দিনাজপুর ৬ আসনজুড়ে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে ফ্রি মেডিকেল টিম গঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১২০ জন অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসক এই চিকিৎসাসেবা দিচ্ছেন। যা এ অঞ্চলের মানুষের জন্য এক বিশাল মানবিক উদ্যোগ হিসেবে প্রশংসা কুঁড়িয়েছে।
দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আতিকুর রহমান ওরফে রাজা মাস্টার বলেন, আজ সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই চার উপজেলায় একযোগে বিনামূল্যে এই চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় চোখ, নাক-কান-গলা, গাইনি, মেডিসিন, সার্জারি, ইউরোলজি, হৃদরোগ, চর্ম, অর্থোপেডিক ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন। প্রায় কয়েক হাজার রোগী এই চিকিৎসা সেবা ও বিনামুল্যে ওষুধ পাচ্ছেন।
এদিকে ফ্রি চিকিৎসাসেবা ও বিনামুল্যে ওষুধ পেতে সকাল থেকে চার উপজেলার নির্ধারিত চারটি পয়েন্টে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শত শত রোগী আসে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের ভিড় ছিল লক্ষণীয়। ফলে রোগী ও নেতাকর্মীদের পদচারণায় মেডিকেল ক্যাম্পগুলো হয়ে ওঠে উৎসবমুখর।

জাহিদুল ইসলাম, হিলি