পাবনায় আ.লীগনেতা মাদকসহ গ্রেপ্তার

পাবনায় আওয়ামী লীগের দুই নেতা মাদকসহ গ্রেপ্তার হয়েছেন। এ সময় আরও তিন জনকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার পাঁচ জনের কাছ থেকে ১১ বোতল ফেনসিডিলসহ নগদ টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে বলে দাবি র্যাবের।
আজ বৃহস্পতিবার দুপুরে র্যাবের পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায়ের নেতৃত্বে একটি আভিযানিক দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ পাঁচজনকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গ্রেপ্তর হওয়া রবিউল ইসলাম খান টুটুল (৪৫) সুজানগর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিগত নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী।
রইচ উদ্দিন খান (৬০) পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান টুটুল ও রইছ উদ্দিন খান দুজনেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে সদ্য সমাপ্ত নির্বাচনে পরাজিত হন।
র্যাব আরও জানায়, অপর তিন মাদক ব্যবসায়ী হলেন স্বপন কর্মকার (৪০), দিলীপ কর্মকার (৩৭) ও আব্দুস সাত্তার (৫৫)।
র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসয়ীদের কাছ থেকে ১১ বোতল ফেনসিডিল, নগদ এক লাখ পঁচিশ হাজার ৩০০ টাকা, ছয়টি মোবাইল, আটটি সিমকার্ড ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
কিশোর রায় বলেন, ‘আসামিরা র্যাবকে জানিয়েছে, তাঁরা দীর্ঘদিন ধরে ফেনসিডিলের ব্যবসা করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।’
এদিকে, আটক ব্যক্তিদের পরিবারের দাবি, রবিউল ইসলাম খান টুটুল ও রইচ উদ্দিন খান বিগত নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হওয়ায় তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফেনসিডিল দিয়ে ফাঁসানো হয়েছে।