পাবনায় ৬৩০ কর্মহীন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
দেশব্যাপী করোনাকালীন কর্মহীন মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশের সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। এই খাদ্যসামগ্রী বিতরণের কাজের সার্বিক সহযোগিতা করছেন পাবনা জেলা যুবলীগের নেতাকর্মীরা। দ্বিতীয় দফায় শহরের কাশীপুর ও হেমায়েতপুর মহল্লার ৬৩০ কর্মহীন পরিবারের হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রীর উপহার।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এস্ট্রাস পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায়ে রেখে তুলে দেওয়া হয় উপহারসামগ্রীর প্যাকেট। প্রতিটি প্যাকেটে প্রায় এক সপ্তাহের খাদ্যসামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, লবণ, সাবান, বিভিন্ন প্রকারের গুঁড়া মসলা রয়েছে।
পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক মো. আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক ও যুগ্ম আহ্বায়ক শেখ শাকিরুল ইসলাম রনি খাদ্য বিতরণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধায়ন করছেন।
এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল মতীন খান, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক হাজি শরীফ, জেলা যুবলীগের সদস্য ফাইমুল কবির শান্ত, জেলা স্বেচ্ছসেবক লীগের সভাপতি আহম্মেদ শরীফ ডাবলু, সাধারণ সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন, সদস্য শাকিল খান, আসিফ ইকবাল জনি, জেলা যুবলীগ পৌর যুবলীগ ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মী।
জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই দেশের কোনো মানুষ না খেয়ে থাকবে না। আর আমরা পাবনা জেলা যুবলীগ প্রধানমন্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে বলতে চাই, যতদিন এই জেলা যুবলীগ আপনাদের পাশে থাকবে ততদিন এই জেলার কোনো মানুষকে না থেয়ে থাকতে হবে না। কারো ঘরে খাদ্য নেই, আমাদের যে কাউকে বলবেন তার ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে যাবে।’
আলী মর্তুজা বিশ্বাস সনি আরও বেলন, ‘জেলা যুবলীগের নেতাকর্মীদের আর্থিক সহযোগিতায় এরই মধ্যে এক হাজার কর্মহীন পরিবারের মানুষের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। প্রথমবারের মতো এবারও আমাদের এই কাজে আর্থিক সহযোগিতা করছেন দেশের সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান জেলা শহর পাবনা গর্ব স্কয়ার গ্রুপ। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় জেলা পর্যায়ের করোনাকালীন লকডাউনের জন্য কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের নির্দেশনা দিয়েছেন।’
এরই ধারাবাহিকতায় গত বছরের মতো এবারও আমরা পৌর এলাকার ১৫টি ওয়ার্ড ও ১০টি ইউনিয়নে কর্মহীনদের তালিকা করে এই খাদ্যসামগ্রী বিতরণ করা চেষ্টা করছি বলে জানান জেলা যুবলীগের এ নেতা।