পিএসসির পরীক্ষায় প্রশ্নফাঁসের সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদণ্ড, সংসদে বিল পাস
পিএসসি পরীক্ষায় কোনো অনিয়মের সঙ্গে জড়িত থাকার শাস্তির বিধান রেখে সংসদে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বিল ২০২৩ পাস হয়েছে। গতকাল সোমবার (১৬ জানুয়ারি) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
খসড়া আইন অনুযায়ী, যেকোনো পিএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি হবে ১০ বছরের জেল বা আর্থিক জরিমানা বা উভয় দণ্ড।
সামরিক শাসনের আইন সম্পর্কে হাইকোর্টের রায়ের সঙ্গে সঙ্গতি রেখে বিলটি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন অধ্যাদেশ-১৯৭৭-এর প্রতিস্থাপন করবে।
পরীক্ষায় অন্যায্য উপায় অবলম্বন করা এবং উত্তরপত্র জালিয়াতিতে জড়িত থাকার সর্বোচ্চ শাস্তি হবে দুই বছরের জেল বা আর্থিক জরিমানা বা উভয়ই।
কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সাহায্য করলে, ভুয়া পরীক্ষার্থী এবং উত্তরপত্রে কারচুপি করতে সহায়তা করার শাস্তিও একই।
পরীক্ষায় বাধা সৃষ্টি ও নৈরাজ্য সৃষ্টির জন্য এক বছরের জেল বা আর্থিক জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে।
বিলে প্রশ্নপত্র ফাঁস ছাড়াও অন্যান্য অপরাধেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন নামে একটি পাবলিক সার্ভিস কমিশন থাকবে।