পিরোজপুরে তলিয়ে যাওয়া নিম্নাঞ্চলে এখনও পানি, কমছে না দুর্ভোগ
টানা কয়েক দিনের বর্ষণ এবং অতিজোয়ারের চাপে পিরোজপুরে তলিয়ে যাওয়া নিম্নাঞ্চলের পানি এখনও কমেনি। ছবি : এনটিভি
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে বিরূপ আবহাওয়ার অনেকটা উন্নতি হলেও টানা কয়েক দিনের বর্ষণ এবং অতি জোয়ারের চাপে পিরোজপুরে তলিয়ে যাওয়া নিম্নাঞ্চলের পানি এখনও কমেনি। জেলার নদ-নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এদিকে, এসব এলাকার লোকালয় থেকে পানি না নামায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। আবহাওয়ার অনেকটা উন্নতি ঘটলেও পানি না নামায় কমছে না দুর্ভোগ।
প্রতিকূল আবহাওয়ায় সাগর থেকে ফেরা জেলার সব মাছ ধরার ট্রলার নিরাপদ আশ্রয়ে রয়েছে। এদিকে, মাঠে এখনও পানি থাকায় আউশ ধান ও আমনের বীজতলা নিয়ে উদ্বিগ্ন কৃষকেরা। বেশ কয়েক দিন ধরে জলাবদ্ধতা থাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা তাদের।
স্থানীয় কৃষকেরা বলছেন, পানির কারণে ফসল নষ্ট হচ্ছে। কীভাবে ধান তুলে ঘরে ওঠাব, তা জানি না। এসব নষ্ট হলে খাওয়ার কিছু থাকবে না।

রশিদ আল মুনান, পিরোজপুর