বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে এবং ঢাকা ব্যাটালিয়নের (২৬ বিজিবি) ব্যবস্থাপনায় শীতার্ত ও অসহায় ৮০০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর নবাবগঞ্জ পার্ক সংলগ্ন এলাকায় এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় এবং আর্তমানবতার সেবায় সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অসহায় ও দুস্থ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় বিজিবি সারাদেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
এস এম আবুল এহসান আরও বলেন, এরই ধারাবাহিকতায় আজ ৮০০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা ব্যাটালিয়নের (২৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম, উপঅধিনায়ক মেজর আবরার আল মেহবুব, আইসিটি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুর রহমান, ঢাকা শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালের উপঅধিনায়ক মেজর মো. কামরুল হাসান, ঢাকা ফোর্স সাপোর্ট উইংয়ের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাহাতাব উদ্দিনসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)