পি কে হালদারের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

Looks like you've blocked notifications!
পি কে হালদারের ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় গ্লোবাল ইসলামী ব্যাংকের (সাবেক এনআরবি গ্লোবাল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য দিয়েছেন। 

গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের ( দুদক) উপপরিচালক সালাহউদ্দিন। তবে, সাক্ষীর জেরা শেষ না হওয়ায় বিচারক পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১ মার্চ পরবর্তী দিন ধার্য করেছেন। 

এ বিষয়ে দুদকের আইনজীবী (পিপি) মীর আহাম্মদ আলী সালাম এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ মামলায় এখন পর্যন্ত ৯৯ জন সাক্ষ্য দিয়েছেন। 

মামলার অন্য আসামিরা হলেন—পিকে হালদারের মা লীলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রীতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গমোহন রায়, স্বপন কুমার মিস্ত্রি, অবন্তিকা বড়াল, শঙ্খ বেপারী, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধা। এদের মধ্যে অবন্তিকা, শঙ্খ, সুকুমার ও অনিন্দিতা কারাগারে আছেন।