পুরান ঢাকায় অগ্নিকাণ্ড, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রতীকী ছবি
পুরান ঢাকার মৌলভীবাজারে একটি ভবনে অগ্নিকাণ্ডে ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে চকবাজারের তাজমহল টাওয়ারের পাশে ছয়তলা একটি ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ।
রাশেদ বিন খালিদ বলেন, ‘আগুনের ঘটনা শোনার পর আমাদের ছয়টি ইউনিট কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় ৭টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ভবনটিতে কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।’
রাশেদ বিন খালিদ বলেন, ‘আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও আমরা পাইনি।’