পুলিশের নিয়োগ পরীক্ষায় ‘প্রক্সি দিতে গিয়ে’ গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ছাত্র
বরিশালে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে যাওয়ার অভিযোগে আবুল খায়ের আরাফাত জুয়েল নামের বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে গতকাল বুধবার দুপুরে তাঁকে আটক করা হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এরই মধ্যে আরাফাতের বিরুদ্ধে জেলা পুলিশের একজন উপপরিদর্শক বাদী হয়ে মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
আবুল খায়ের আরাফাত জুয়েল বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের ছাত্র। তিনি ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দা।
পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, উজিরপুর উপজেলার বাসিন্দা সৌরভ হালদার নামের এক পরীক্ষার্থীর জন্য প্রক্সি পরীক্ষা দিতে এসেছিলেন আরাফাত। এর আগে প্রবেশপত্র যাচাই করে হাজিরা খাতায় স্বাক্ষর নেওয়ার সময় সন্দেহ হয় হল পরিদর্শকের। ওই সময় আরাফাতকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করা হয়। কিন্তু সঠিকভাবে উত্তর দিতে না পেরে স্বীকার করেন যে, তিনি প্রক্সি দিতে এসেছেন।
পুলিশ জানিয়েছে, ৩০ হাজার টাকা চুক্তিতে এই পরীক্ষার প্রক্সি দিতে এসেছিলেন বলে জানিয়েছেন আরাফাত। এরই মধ্যে মূল পরীক্ষার্থী সৌরভ হালদারের খাতা বাতিল করা হয়েছে।