‘পেঁয়াজের দাম নিয়ে কেউ কারসাজি করেছে কি না, খতিয়ে দেখা হবে’
বিদেশ থেকে কার্গো বিমানে করে পেঁয়াজ আমদানি করা হচ্ছে যা মঙ্গলবারের মধ্যে দেশে পৌঁছাবে। এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেঁয়াজের দাম নিয়ে কেউ কারসাজি করেছে কি না, তা খতিয়ে দেখা হবে। আজ শনিবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বাংলাদেশে সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি করা হয় ভারত থেকে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বিশ্বের অনেক দেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। ভারতেও ১০০ রুপি পেঁয়াজের দাম। শুধু একটি রাজ্যে পেঁয়াজের দাম কম, সেখানে তারা অন্য রাজ্যে যেতে দেয় না। কেন লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে আমি জানি না।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘যেহেতু পেঁয়াজ বেশি দিন রাখা যায় না। এজন্য হয়তো বৃদ্ধি পাচ্ছে। যারা দাম বাড়িয়ে দু পয়সা কামানো যাবে বলে চিন্তা করছেন, তাদেরও মনে রাখতে হবে পেঁয়াজ কিন্তু পচেও যায়।’
এর আগে আজ বেলা সোয়া ১১টার দিকে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে যোগ দিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছান আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
কেন্দ্র ও সাংগঠনিক মহানগর শাখাসহ সব মিলিয়ে প্রায় দুই হাজার ৩০০ কাউন্সিলর এতে অংশ নিয়েছেন। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের পাশাপাশি ঘোষণা করা হবে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটি।

নিজস্ব প্রতিবেদক