প্রখ্যাত বেতার ব্যক্তিত্ব ও বাচিকশিল্পী কাফি খান আর নেই
ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের এক সময়কার জনপ্রিয় সংবাদপাঠক, সাংবাদিক, নাট্য, চলচ্চিত্র ও বাচিকশিল্পী কাফি খান ইন্তেকাল করেছেন। তিনি যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন।
ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ সাংবাদিক কাফি খানের মৃত্যুর সংবাদ জানায়।
জ্যেষ্ঠ সাংবাদিক কাফি খান ১৯৬৬ সালে ভয়েস অব আমেরিকায় যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে তিনি ওয়াশিংটনে মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন। কাফি খান ১৯৮৩ সালে দ্বিতীয়বার ভয়েস অব আমেরিকায় যোগ দেন। এবং ১৯৯৪ সালে অবসর গ্রহণ করেন। তিনি ১৯৯৯ সাল থেকে বেশ কিছুদিন খণ্ডকালীন বেতার সম্প্রচারক হিসেবে ভয়েস অব আমেরিকায় যুক্ত ছিলেন। ষাটের দশকে ঢাকায় কাফি খান USIA (তদনীন্তন USIS)-এ কাজ করেছেন। সত্তরের দশকের শেষ থেকে আশির দশকের প্রথম দিক পর্যন্ত তিনি বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
সাংবাদিক কাফি খানের জন্ম ১৯২৮ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গে চব্বিশ পরগনা জেলার বারাসাতের কাজীপাড়া গ্রামে। গ্রামের স্কুলে প্রাইমারি ও সেকেন্ডারি পড়াশোনা করেন। এরপর বারাসত গভর্নমেন্ট হাইস্কুল থেকে পাস করেন ম্যাট্রিক। তারপর কলকাতার রিপন কলেজ থেকে আইএ পাস করে বিকম-এ ভর্তি হন। ১৯৪৭ সালে দেশভাগের কিছু আগে তিনি ঢাকায় চলে আসেন বড় ভাইয়ের সঙ্গে।