প্রচণ্ড গরমে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে বৈদ্যুতিক ফ্যান
দেশে তীব্র গরমের সঙ্গে সঙ্গে বেড়েছে বৈদ্যুতিক ফ্যানের চাহিদা। এ সুযোগকেই কাছে লাগিয়ে নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দামে ফ্যান বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী। এবার তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ইতোমধ্যে মাদারীপুরে অতিরিক্ত মূল্যে ফ্যান বিক্রির দায়ে চার ইলেকট্রনিক্স দোকানিকে জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে শহরের পুরানবাজারে ওই অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, ‘প্রচণ্ড গরমে ফ্যান ও চার্জার ফ্যানের ব্যাপক চাহিদা বেড়েছে। এ জন্য গত এক সপ্তাহে দোকানগুলোতে ক্রেতাদের ভিড়ও বাড়ছে। এই সুযোগে অসাধু কিছু ব্যবসায়ী বাড়তি দামে ফ্যান বিক্রি করছে, এমন অভিযোগে শহরের পুরানবাজার এলাকায় অভিযান চালানো হয়।’
জান্নাতুল ফেরদাউস আরও বলেন, ‘অভিযানে খান ইলেকট্রনিক্সকে ৩০ হাজার টাকা, ঢাকা ইলেকট্রিককে আট হাজার এবং নিতু ও জয় ইলেকট্রনিক্সকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।’