প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮০ লাখ করোনার টিকা পাবে মানুষ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আগামী মঙ্গলবার। ওইদিন সারা দেশে ৮০ লাখ ডোজ করোনার টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
আজ রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে গণটিকাদান কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের জানান, ‘২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর জন্মদিন। এ দিনটি স্মরণীয় করে রাখতে সারা দেশের ছয় হাজারের বেশি কেন্দ্রে টিকা দেওয়া হবে। সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হবে। তৃণমূল পর্যায়ের মানুষের কাছে টিকা পৌঁছে দেওয়ার জন্য এ টার্গেট নেওয়া হয়েছে।’
মন্ত্রী আরও বলেন, আগেও আমরা ক্যাম্পেইনের মাধ্যমে একদিনে ৪৫ লাখ ডোজ টিকা দিয়েছিলাম। প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮০ লাখ ডোজ টিকা দেওয়ার টার্গেট পূরণ করতে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনীতিক ও গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা চাই আমরা।
আপাতত একদিনের জন্য এই ক্যাম্পেইন চলবে বলে জানিয়ে মন্ত্রী বলেন, একদিনের গণটিকাদান কর্মসূচির পাশাপাশি নিয়মিত চলমান কর্মসূচিও চলবে। বর্তমানে নিয়মিত কর্মসূচিতেও প্রতিদিন ছয় লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
অপর এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, এখন পর্যন্ত আমাদের দেশে পাঁচ কোটি ৫২ লাখ টিকা এসেছে। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে চার কোটি দুই লাখ মানুষকে টিকা দিয়েছি।
এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক এবং লাইন ডিরেক্টর ডা. শামসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকা কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এক দিনে ৮০ লাখ ডোজ টিকা দেওয়া হবে।’