কেসিসি এলাকায় ১ লাখ ৭২ হাজারের বেশি শিশু পাবে বিনামূল্যে টাইফয়েড টিকা

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এলাকায় এক লাখ ৭২ হাজার ৩৭০ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ আয়োজিত ইপিআই কর্মসূচির আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পালন উপলক্ষে আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে নগর স্বাস্থ্য ভবনের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ পালিত হবে।
খুলনায় এই ক্যাম্পেইন (টিসিভি) দুই ধাপে চলবে। প্রথম দুই সপ্তাহ (১২-৩০ অক্টোবর)। শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে। পরবর্তী দুই সপ্তাহ (১-১৩ নভেম্বর)। কমিউনিটি ও নিয়মিত কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
কেসিসি এলাকায় ৫৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে একডোজ টিকা দেওয়া হবে।
খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে সংবাদ সম্মেলনে বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি নিশ্চিত করেন, এই টিকা শতভাগ নিরাপদ এবং এটি কোনো পরীক্ষামূলক টিকা নয়।
নিবন্ধন প্রক্রিয়া : টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে tcv.dghs.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।
বিশেষ ব্যবস্থা : জন্ম নিবন্ধন সনদ না থাকলেও শিশুরা টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে বিশেষ ব্যবস্থায় টিকা নিতে পারবে।
অসুস্থ শিশু : কোনো শিশু অসুস্থ থাকলে টিকা নিতে না পারলেও পরবর্তীতে সুস্থ হলে টিকা দেওয়া যাবে।
এ সময় খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজিব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে টিকাদান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
এই টিকা ক্যাম্পেইনে ২৫২ জন টিকাদানকারী, ৩৫০ জন স্বেচ্ছাসেবক, ৬২ জন প্রথম সারির সুপারভাইজারসহ মোট ৬৭০ জন কর্মী দায়িত্ব পালন করবেন।