প্রধানমন্ত্রীর জন্য দাওয়াতপত্র নিয়ে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভারত সফরের আমন্ত্রণপত্র নিয়ে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী বৃহস্পতিবার ঢাকায় আসছেন। জয়শঙ্করের এ আগমনকে একটি আনন্দের বার্তা হিসেবে উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদের জন্য একটি আনন্দের বার্তা নিয়ে আসছেন। তিনি এ বার্তাটি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে জানাবেন।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ভারতের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত গভীর ও মধুর। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী আমাদের সকলের জন্য একটি আনন্দের বার্তা নিয়ে আসছেন।
আনন্দের বার্তাটি কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের কূটনৈতিক সূত্রের উদ্বৃতি দিয়ে ভারতীয় পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ করেছে যে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে বাংলাদেশে যাচ্ছেন। আমরাও এতটুকুই জানি। তবে এস জয়শঙ্কর একটি আমন্ত্রণপত্র সঙ্গে নিয়ে আসছেন। তিনি এটি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতেই দেবেন।
আমন্ত্রণ পাওয়ার পর প্রধানমন্ত্রী কবে নাগাদ ভারত সফরে যেতে পারেন? এমন প্রশ্নের জবাবে ড. মোমেন জানান, এটি একান্তই প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। তিনিই ভারত সফরে কবে যাবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত দেবেন। প্রধানমন্ত্রী যখনই ভারত সফরের যাবেন, এটি আমাদের জন্য একটি আনন্দের বার্তাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেও আমাদের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।