প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষার আলো জ্বলবে প্রতিটি ঘরে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন ‘শিক্ষায় গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষার আলো জ্বলবে প্রতিটি ঘরে ঘরে।
শিক্ষামন্ত্রী আজ বুধবার বিকেলে যশোরের শার্শা উপজেলার বাগআচড়ায় ড. মশিউর রহমান মহিলা কলেজের আমেনা খাতুন একাডেমিক ভবন উদ্বোধন শেষে এক সুধী সমাবেশ এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষাকে অগ্রাধিকার ভিত্তিতে প্রতিটি নাগরিকের কাছ পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক হুসনাইন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মশিউর রহমান, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদসহ স্থানীয় নেতারা।
বক্তারা তাদের বক্তব্যে নারী শিক্ষার অগ্রগতি, নারীর ক্ষমতায়ন, সুশাসনসহ দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বিষয়ে আলোকপাত করেন।
একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানটি শার্শা, ঝিকরগাছা ও কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষের আগমনে শিক্ষা ও মানবমেলায় পরিণত হয়।