প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, রিমান্ড শেষে কারাগারে তাওহীদ

Looks like you've blocked notifications!
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে ‘রাষ্ট্রের ভাবমূর্তি ও সার্বভৌমত্বকে আঘাত করে’ ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে তাওহীদ ইসলামের একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম এই আদেশ দেন।

রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত কর্মকর্তা আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাওহীদকে একদিনের রিমান্ড শেষে কারাগারে রাখার আবেদন করেন। এর আগে গত শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একদিনের রিমান্ড দেন। 

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার বিবরণী থেকে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় ফেসবুক আইডি শনাক্ত করে ওই আইডির ব্যক্তির (তাওহীদ) অবস্থান নিশ্চিত করা হয়। এরপর রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম জব্দ করা হয়।