প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছাত্রলীগের জয়-লেখক, ভারপ্রাপ্ত দায়িত্বে সুমন ও প্রদীপ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামী ১৪ দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এ দিনগুলোর জন্য ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম সুমন ও সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী।
ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ রোববার রেজাউল করিম সুমন এবং প্রদীপ চৌধুরীকে তাঁদের দায়িত্বের বিষয়টি জানানো হয়েছে। এ ছাড়া দীর্ঘদিন পর কেন্দ্রীয় নেতাকর্মীদের মধ্যে তারা ১১১টি ইউনিটের দায়িত্ব ভাগ করে দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে আজ রোববার (৩১ অক্টোবর) থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগো ও লন্ডন এবং ফ্রান্সের প্যারিসে সরকারি সফরে অংশ নেবেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এ সময়ে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন রেজাউল করিম সুমন ও সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী।
দায়িত্ব পাওয়ার পর রেজাউল করিম সুমন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের যেসব নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেগুলো করব। যেসব জায়গায় কমিটি নেই, সেগুলোর সিভি নিয়ে যাচাই-বাছাই করব। তবে, কমিটি দেওয়ার নির্দেশনা নেই। তবে, যদি কারও বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, তা তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেব।’