প্রধান বিচারপতির স্বাক্ষর জাল করে প্রতারণা, গ্রেপ্তার ১
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রধান বিচারপতির স্বাক্ষর জাল করে প্রতারণার অভিযোগে বুলবুল নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে সিলেটের ওসমানীনগর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন বুলবুল ওসমানী নগর উপজেলার কোনাপাড়া গ্রামের বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করে মাধবপুর থানার উপপরিদর্শক (এস আই) মামলার তদন্ত কর্মকর্তা এনামূল হক বলেন, ‘মাধবপুর উপজেলার হাড়িয়া গ্রামের মর্তুজ আলী হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে প্রধান বিচারপতির স্বাক্ষর জাল করে বুলবুল মাধবপুর থানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠান। সেইসঙ্গে মর্তুজ আলীর ভাতিজা আল আমিনের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে ব্যাপারটি জানতে পেরে এ ঘটনায় আল আমিন বাদী হয়ে প্রতারক দেলোয়ার হোসেন বুলবুলের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে প্রতারণ ও জালিয়াতির অভিযোগে মামলা করেন। আদালতের নির্দেশে পুলিশ দেলোয়ার হোসেন বুলবুলকে গ্রেপ্তার করে। মামলার অপর আসামি বুল্লা গ্রামের হেলাল মিয়া পলাতক রয়েছেন।’
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বুলবুল একজন পেশাদার প্রতারক। তার বিরুদ্ধে আরও ভুক্তভোগীর অভিযোগ রয়েছে। তিনি নিজেকে বিচারপতির ভাই পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। আমরা তাকে সঙ্গে নিয়ে তার সহযোগীদের গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করছি।