খিলগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ১
খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় একটি দোকানে চাঁদাবাজির ঘটনায় ইসমাঈল (৩৬) নামে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান।
তালেবুর রহমান বলেন, গত ২৫ সেপ্টেম্বর রাতে গ্রেফতারকৃত ইসমাইলসহ চারজন ও অজ্ঞাত ৩ থেকে ৪ জন দুষ্কৃতকারী মেরাদিয়া এলাকায় বাদী ইয়াসিনের দোকানে এসে এক লাখ ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা ইয়াসিনকে চড়-থাপ্পড় দেয় ও প্রাণনাশের হুমকি দেয়।
তালেবুর রহমান আরও জানান, গত ৫ অক্টোবর রাতে তারা আবারও বাদী ইয়াসিনের দোকানে গিয়ে চাঁদা দাবি করে এবং চাঁদার টাকা না দিলে ব্যবসা পরিচালনা করতে দেবে না মর্মে হুমকি প্রদান করে। এ ঘটনায় গত ৬ অক্টোবর ইয়াসিন খিলগাঁও থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। ইসমাইলকে আদালতে পাঠানো হয়েছে।