প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, রবিন কারাগারে
এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় মো. রবিন বাবু নামের এক আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদ এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক(এসআই) মো. সুমন আসামিকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক(এসআই) নিজাম উদ্দিন ফকির বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘গতকাল রোববার (৩০ এপ্রিল) বগুড়া জেলার ধুনট থানার মহিশুরা এলাকায় অভিযান চালিয়ে রবিনকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিম। আসামি রবিন সিরাজগঞ্জের কাজিপুরের মনসুর আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।’
নথি থেকে জানা গেছে, পাবলিক পরীক্ষার সময় কিছু অসাধু চক্র অর্থ হাতিয়ে নেওয়ার জন্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার জন্য ফেসবুক, মেসেঞ্জার এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারণা চালায়।