প্রস্তুত সদরঘাট, বুধবার থেকে চলবে ঈদের স্পেশাল লঞ্চ
টানা দুই বছর করোনার প্রভাব কাটিয়ে এবার লম্বা ছুটিতে ঢাকা ছাড়ছে লাখো মানুষ। এর বিরাট একটি অংশ যাবে নৌপথে। এজন্য প্রস্তুত হচ্ছে নতুন পুরাতন মিলিয়ে কয়েক শতাধিক লঞ্চ। ডকইয়ার্ডগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রং করা, ইঞ্জিন মেরামত থেকে শুরু করে খুঁটিনাটি পরখ করে প্রস্তুত হচ্ছে লঞ্চগুলো। এছাড়াও বিভিন্ন রুটে নতুন নামানো লঞ্চগুলোও ঈদ মৌসুমকেই বেছে নেওয়া হয়।
এছাড়াও ঈদ যাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছে পন্টুনগুলো। মানুষের ঢল সামাল দিতে লঞ্চ মালিকদের সঙ্গে একাধিক বৈঠক করেছে বিআইডব্লিউটিএ।
এ দিকে ঈদুল ফিতর উপলক্ষে লঞ্চের কেবিনের আগাম টিকিট ঢাকা নদীবন্দরে (সদরঘাট) অবস্থিত লঞ্চ কাউন্টারে গত বুধবার ২০ এপ্রিল থেকে বিক্রি শুরু হয়েছে। আর আগামী ২৭ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত চলবে লঞ্চের ঈদ স্পেশাল সার্ভিস।
লঞ্চ মালিদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের উপচেপড়া ভিড় সামাল দিতে বিভিন্ন রুটের লঞ্চগুলো দিনে একাধিকবার যাত্রী পরিবহণ করবে।
তবে অতিরিক্ত যাত্রী পরিবহণে বিআইডব্লিউটিএ সতর্ক থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির অতিরিক্ত পরিচালক মো. গুলজার আলী। এ ছাড়া যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের কয়েকদিনে বালুবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বিআইডব্লিউটিএ। এই নির্দেশনা যথাযথ পালন করার দাবি জানান লঞ্চ মালিকরা। এছাড়াও লঞ্চ মালিকরা রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় হকার ও গাড়ি পার্কিং বন্ধ, মাঝপথে লঞ্চ থামিয়ে চেকিং না করাসহ বিভিন্ন দাবি তোলেন। দেশের ৪১টি নৌ-রুটে কয়েকশ লঞ্চ ঈদে যাওয়া-আসার যাত্রী পরিবহণ করবে।