প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত দুই সপ্তাহ পর : শিক্ষামন্ত্রী
কঠোর স্বাস্থ্যবিধি মেনে দেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ২২ ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়া হবে। তবে প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত আসবে আরও দুই সপ্তাহ পর। জাতীয় কারিগরি কমিটির সুপারিশের আলোকে সরকারের নেওয়া এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এখনও করোনার টিকা কর্মসূচির আওতায় আনা হয়নি। আমাদের পরামর্শকরা বলেছেন, সংক্রমণের হার দ্রুত নামছে। আমরা গোড়াতে সংক্রমণের হার ৩০ শতাংশ দেখেছি। এখন সেটি ১২ দশমিক ২০ ভাগে নেমে এসেছে। এই ধারা অব্যাহত থাকবে বলেই তাঁরা আশা করছেন।’
দীপু মনি বলেন, ‘বিশেষজ্ঞদের সুপারিশের আলোকেই আমরা আগামী ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ২২ ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আরও দুই সপ্তাহের মধ্যে প্রাথমিকের শিক্ষার্থীদেরও শ্রেণিকক্ষে আনতে পারবো বলে আশা করছি।’
২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের স্কুলও বন্ধ হয়ে যায়। ১৮ মাস পর গত বছরে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খুললেও প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধই রয়েছে।