ফের করোনা আক্রান্ত রুমিন ফারহানা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/02/02/bnp-rumin-farhana.jpg)
বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত
দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির খান বলেন, রুমিন ফারহানার কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে তিনি সুস্থ আছেন। বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে সেবা নিচ্ছেন।
উল্লেখ্য, এর আগে করোনার শুরুতে ২০২০ সালে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রুমিন ফারহানা। তখন তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন।