ফেসবুকে অপপ্রচার চালিয়ে রংপুরে হামলা : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘ফেসবুকে অপপ্রচার চালিয়ে একদল দুষ্কৃতকারী রংপুরের জেলেপল্লিতে হামলা চালিয়েছে। এই হামলা উদ্দেশ্যমূলক কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কুমিল্লা, চাঁদপুর ও নোয়াখালীর ঘটনা কেন ঘটানো হয়েছে সে সম্পর্কে ইতোমধ্যেই নিশ্চিত হওয়া গেছে। রংপুরের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’
আজ সোমবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এর আগে ফেসবুকে অপপ্রচার চালিয়ে যেভাবে ব্রাহ্মণবাড়িয়াসহ কয়েকটি এলাকায় হামলার ঘটনা ঘটেছে, রংপুরের পীরগঞ্জেও একইভাবে ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতকারীরা। আকস্মিকভাবে এই দুষ্কৃতকারীরা এই ঘটনাটি ঘটিয়ে ফেলেছে। আমরা তাৎক্ষণিকভাবে এলাকার জনগণের সহায়তায় ৪৫ জনকে ধরেছি। এবং আরও কয়েকজনকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছি।’
মন্ত্রী বলেন, রংপুরের ঘটনা সম্পর্কে আমাদের আরেকটু সময় দিতে হবে। সেখানে আমাদের লোক কাজ করছে। ফেসবুকের লিংকগুলো আমরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি। আমরা খুব তাড়াতাড়ি সেগুলো জেনে যাব। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কারণেই এ রকম করা হয়েছে বলে আমরা মনে করছি।’
কুমিল্লা, চাঁদপুর ও নোয়াখালীর ঘটনা আলাদা নয় জানিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘কুমিল্লার ঘটনা কেন ঘটানো হয়েছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। শিগগিরই তা সবাইকে জানানো হবে। আমরা সুনিশ্চিত, কুমিল্লার ঘটনাটি একটি সাজানো ঘটনা। উদ্দেশ্যমূলকভাবে সম্প্রীতি বিনষ্টের জন্য, সরকারকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে ফালানোর জন্য এই ঘটনাগুলো ঘটিয়েছে।’
মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হয়েছে। আগামীতে আরও সহায়তা দেওয়া হবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। টিন, কাঠ, নগদ অর্থ যা যা দরকার হয়, ক্ষতিগ্রস্তদের বাড়িঘর আমরা খুব তারাতারি তৈরি করে দেব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক এসব ঘটনার সঙ্গে পুলিশ বাহিনীর বদলির কোনো সম্পর্ক নেই।’