বকেয়া বেতনের দাবিতে সারা দেশে পলিটেকনিক শিক্ষকদের মানববন্ধন

Looks like you've blocked notifications!
বকেয়া বেতন-ভাতার দাবিতে মঙ্গলবার মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা মানববন্ধন করেন। ছবি : এনটিভি

১৮ মাসের বকেয়া বেতন-ভাতাসহ নানা দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা। 

আজ মঙ্গলবার তাঁরা এ মানববন্ধন করেন। এতে অংশ নেন স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (স্টেপ) শিক্ষকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘স্টেপ প্রকল্পের মেয়াদ শেষে শিক্ষকদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের প্রস্তাব অনুমোদন হয়েছে। সরকারের থোক বরাদ্দ থেকে ২০১৯ এবং ২০২০ অর্থবছরে বেতন ও ভাতার ব্যবস্থা করা হয়। অথচ দেশের ৪৯টি পলিটেকনিকের ৭৭৭ জন শিক্ষক ১৮ মাস ধরে কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। এতে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা।

মানববন্ধন থেকে শিক্ষকরা অনতিবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সারা দেশ থেকে এনটিভির প্রতিনিধিদের পাঠানো সাংবাদ 

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ : বকেয়া বেতন-ভাতাসহ নানা দাবিতে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ পলিটেকনিক টিচার্স ফেডারেশনের জেলা সভাপতি আব্দুস সালাম, উপদেষ্টা মো. মহিউদ্দিন, সদস্য  স্মিতা মিস্ত্রী, বিনয় জোতি চাকমা প্রমুখ।

শ. ম সাজু, রাজশাহী : বকেয়া বেতন-ভাতাসহ নানা দাবিতে আজ দুপুরে রাজশাহীর পলিটেকনিক শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পলিটেকনিক টিচার্স ফেডারেশনের সভাপতি আহমেদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ পলিটেকনিক টিচার্স ফেডারেশনের মোহাম্মদ সালাউদ্দিন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির (কারিগরি শাখা) সভাপতি সুমন হায়দার প্রমুখ।

এস এম উমেদ আলী, মৌলভীবাবাজার : বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ নানা দাবিতে মৌলভীবাজারে পলিটেকনিক ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা। মানববন্ধনে বক্তব্য দেন বিপিটিএফ মৌলভীবাজার শাখার সভাপতি মসরুফ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মহসিন আহমদ, শিক্ষক আবু নাছের, মারুফা খাতুন, তারনুমা আহমেদ, মো. ওবাইদুল ইসলাম প্রমুখ।