বগুড়ায় নিখোঁজের পর ধানখেতে মিলল ইউপি সদস্যের লাশ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/09/23/bogura-dead.jpg)
বগুড়ার ধুনট উপজেলায় ধানখেত থেকে রেশমা খাতুন (৩৮) নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রেশমা চার দিন ধরে নিখোঁজ ছিলেন। উপজেলার কুড়িগাঁতি গ্রামের একটি ধানখেত থেকে গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
রেশমা খাতুন ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী। তিনি মথুরাপুর ইউপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন।
জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার আগে কুড়িগাঁতি গ্রামের এক ব্যক্তি ধানের জমির আইলে ঘাস কাটতে গিয়ে খেতের মধ্যে এক নারীর ক্ষত-বিক্ষত মরদেহ দেখতে পান। এরপর পুলিশে জানানো হলে লাশটি উদ্ধার করা হয়। এ সময় পাশের গোবিন্দপুর গ্রামের ভটভটি চালক ফরিদুল ওড়না ও হাতের চুড়ি দেখে মরদেহটি তাঁর স্ত্রী রেশমার বলে শনাক্ত করেন।
ফরিদুল পুলিশকে জানান, গত শনিবার রেশমা বেগম শেরপুরে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। স্ত্রীর নিখোঁজের পর ফরিদুল থানায় কোনো সাধারণ ডায়েরি করেননি বলে জানা গেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘মরদেহটি বিকৃত হয়ে গেছে। শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে প্রাথমিকভাবে কাজ শুরু করা হয়েছে। রেশমার স্বামীকে সন্দেহ করা হলেও এখনও তাঁকে আটক করা হয়নি।’