বগুড়া জিলা স্কুলের দুই শিক্ষার্থী করোনায় আক্রান্ত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/09/26/bogra_zilla_school.jpg)
বগুড়া জিলা স্কুলের দশম শ্রেণির দুই শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল আলম দাবি করেছেন, বিচ্ছিন্নভাবে দুই-একজন আক্রান্ত হলেও এখনও আশঙ্কা করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
এ ছাড়া স্কুলটিতে করোনা উপসর্গের কারণে কয়েকজন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
এমতাবস্থায় করোনার উপসর্গ থাকলে স্কুলে শিক্ষার্থীদের না পাঠানোর অনুরোধ করেছেন রফিকুল আলম। তিনি বলেন, দশম শ্রেণির ওই দুই শিক্ষার্থী কয়েক দিন ধরে অনুপস্থিত রয়েছে। পরে শ্রেণি শিক্ষক তাদের অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছেন, ওই দুই শিক্ষার্থী করোনা পজিটিভ। করোনা পজিটিভ শিক্ষার্থীদের কাছ থেকে সংক্রমণ যাতে অন্য শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে না ছড়ায়, এ জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ উদ্বেগজনক হারে ছড়ানোর কোনো আশঙ্কা নেই।