বঙ্গবন্ধুকন্যা জীবনের ঝুঁকি নিয়ে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন : ডা. এনামুর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/04/03/tran-montri_0.jpg)
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ফাইল ছবি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ‘বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আর, তাঁর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।’
সাভারের আশুলিয়ার ইয়ারপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে পাড়াগ্রাম ও রুস্তুমপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের উন্নয়ন এখন বিশ্ববাসীর দরবারে প্রশংসা কুড়িয়েছে। তা দেখে বিএনপি জামায়াত দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করে যাচ্ছে।’
পরে ডা. এনাম পাড়াগ্রাম মসজিদের উদ্বোধন করেন। এ সময় ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।