আদালতে স্বজনকে চিঠি দিলেন ডা. এনামুর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/enam_0_0_0.jpg)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন এ আদেশ দেন। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিন রিমান্ডে চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এদিন রিমান্ড শুনানি শেষে পুলিশ পাহারায় ডা. এনামুরকে হাজতে নিয়ে যাওয়ার সময় তিনি এক স্বজনকে চিঠি দেন।
সরেজমিনে দেখা গেছে, সকাল ৯টায় এনামুরসহ চারজনকে আদালতে হাজির করে পুলিশ। এরপরে পুলিশ প্রহরায় হাজতখানা থেকে তাদের ৯টা ৩২ মিনিটে এজলাসে তোলা হয়। এ সময় এনামুর তার বাম পকেট থেকে সাদা কাগজের একটি চিঠি বের করে এক ব্যক্তির হাতে দেন। জিজ্ঞেস করা হলে ওই ব্যক্তি নিজেকে এনামুরের ভাই বলে পরিচয় দেন। পরে ডা. এনামুরকে নেওয়া হয় সাভার মডেল থানার সাত মামলার শুনানিতে। অপর তিনজনকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
নথি থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা জেলার সাভার বাসস্ট্যান্ডে গত বছরের ৫ আগস্ট দুপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী কাইয়ুম। এ ঘটনায় তার মা কুলছুম বেগম সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।