বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অ্যাটকো’র নতুন কার্যনির্বাহী কমিটির শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স—অ্যাটকো’র নতুন কার্যনির্বাহী কমিটি। ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আজ সোমবার সকালে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়।
অ্যাটকো’র কার্যনির্বাহী কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের অঞ্জন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী এবং সহ-সভাপতি হয়েছেন দেশ টিভির আরিফ হাসান। এ ছাড়া এনটিভির পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদসহ আরও ১১ জন পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।
আগামী দিনে মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণসহ বর্হির্বিশ্বে বাংলাদেশি চ্যানেলের সম্প্রচার আরও প্রসারিত করতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন কমিটির নেতৃবৃন্দ।
অ্যাটকো’র সভাপতি অঞ্জন চৌধুরী বলেন, ‘কেব্ল অপারেটরদের একটা বিরাট অংশ আমাদের। তারা কিন্তু অনেক টাকা হারাচ্ছে। ডিজিটালাইজেশন না হওয়ার ফলে তারা জানে না তাদের গ্রাহক কত জন। এটা আমাদের প্রধান লক্ষ্য যে, আমাদের সারা বাংলাদেশে ডিজিটালাইজেশন হবে।’
অ্যাটকো’র পরিচালক পদে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন এনটিভির পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ। অ্যাটকো’র নতুন কার্যনির্বাহী কমিটির অন্য পরিচালকেরা হলেন এটিএন বাংলার ড. মাহফুজুর রহমান, বাংলাভিশনের আব্দুল হক, আরটিভির জসিম উদ্দীন, এশিয়ান টিভির লিয়াকত আলী খান মুকুল, বৈশাখী টিভির টিপু আলম মিলন, দীপ্ত টিভির কাজী জাহিদুল হাসান, সময় টিভির আহমেদ জোবায়ের, নাগরিক টিভির ড. রুবানা হক, ইটিভির আব্দুস সামাদ, চ্যানেল আইয়ের জহির উদ্দিন মাহমুদ মামুন এবং ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই তিন বছরের জন্য নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি দায়িত্ব পালন করবে।