ওসমান হাদির মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের শোক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিশন। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বার্তায় হাদির পরিবার, বন্ধু-বান্ধব ও তার মৃত্যুতে শোকাহত সবার প্রতি সমবেদনা জানিয়েছে মিশন।
শোকবার্তায় ইইউ মিশন জানায়, ‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার পরিবার, বন্ধু এবং এই ঘটনায় মর্মাহত সবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ হাদির মৃত্যুর পর আন্তর্জাতিক মহল থেকে একের পর এক শোকবার্তা আসছে এবং এ ঘটনায় সারা দেশে ব্যাপক শোকের আবহ সৃষ্টি হয়েছে।
৩২ বছর বয়সী শরিফ ওসমান হাদি গত সপ্তাহে ঢাকায় গুলিবিদ্ধ হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)