বনানীতে গাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত
রাজধানীর বনানী এলাকার আর্মি স্টেডিয়ামের সামনে দ্রুতগতির গাড়ির ধাক্কায় মো. শহিদুল ইসলাম (৫০) নামের সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার যাত্রী মা ও ছেলে আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জুবায়দুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিহত মো. শহিদুল ইসলাম যশোর জেলার বাসিন্দা। এ ছাড়া আহত দুজন হলেন মালতি রানী (৪৫) ও তাঁর ছেলে বিশ্বজিৎ (২৫)। তাঁরা নাটোরের বাসিন্দা।
মো. জুবায়দুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে জেনেছি, বিমানবন্দর এলাকা থেকে দুজন যাত্রী নিয়ে ফার্মগেটে যাচ্ছিল অটোরিকশাটি। সড়কে কোনো একটি যানবাহনের সঙ্গে অটোরিকশাটি সজোরে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়েমুচড়ে যায়।’
এসআই আরও বলেন, ‘দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে আহত তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালকের মৃত্যু হয়। এ ছাড়া অটোরিকশার যাত্রী মালতি রানী ও বিশ্বজিৎ নামের দুজন মা-ছেলে আহত হয়েছেন।’
মো. জুবায়দুল আরও বলেন, ‘এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। যে গাড়িটির সঙ্গে ধাক্কা লেগেছে, সেটিকে শনাক্ত করার চেষ্টা করছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখার চেষ্টা করছি। লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’