এক দশকে হানিফ ফ্লাইওভারে আট হাজারের বেশি দুর্ঘটনা
রাজধানীতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ১০ বছর পূর্তি আগামীকাল মঙ্গলবার (১১ অক্টোবর)। উদ্বোধনের শুরু থেকে এই পর্যন্ত ফ্লাইওভারটিতে আট হাজার ৩৩৩ দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭০ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনা। সেভ দ্য রোড নামে একটি সংস্থা এসব তথ্য দাবি করেছে।
সেভ দ্য রোড বলছে, গত ১০ বছরে ফ্লাইওভারটিতে হওয়া দুর্ঘটনায় প্রাণ গেছে এক হাজার ১৪৬ জনের। আহত হয়েছে ছয় হাজার ৩১২ জন। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য দাবি করে তারা। দেশের ২১টি জাতীয় দৈনিক, ২২টি নিবন্ধিত নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যম ও সংবাদ সংস্থার নিবন্ধ পর্যালোচনা করে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে সংস্থাটি।
সেভ দ্য রোডের প্রতিবেদনের তথ্যমতে, ২০১৩ সালের ১১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হানিফ ফ্লাইওভারে ছোট-বড় ১৮৮টি দুর্ঘটনা ঘটে। এতে ৩০ জন নিহত ও ১৫৮ জন আহত হয়। পরের বছরে অর্থাৎ, ২০১৪ সালে ৭৩২দুর্ঘটনায় ৫৫৩ জন আহত ও ১৫৫ জন প্রাণ হারায়। ২০১৫ সালে ছোট-বড় ৭৫৯ দুর্ঘটনায় ১২৩ জন নিহত ও ৫৬৮ আহত হয়। ২০১৬ সালে ৮৬৯ দুর্ঘটনায় ৬৬৪ আহত ও ১৫৮ জন নিহত হয়।
হানিফ ফ্লাইওভারে ২০১৭ সালে ৮৫৪ ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এতে ১১৮ জন নিহত ও ৭০৭ আহত হয়। ২০১৮ সালে ৮৩৬ দুর্ঘটনায় ৬০৯ আহত ও নিহত হয় ১৬৪ জন। ২০১৯ সালে ৮৪৪ দুর্ঘটনায় ১১৬ জন নিহত ও ৬৭৯ আহত হয়। আর ২০২০ সালে ৬৮৬ দুর্ঘটনায় ৫১৯ আহত ও নিহত হয় ৬৭ জন।
২০২১ সালে ফ্লাইওভারটিতে ঘটেছে ৮২৪ দুর্ঘটনা। এতে ৮৩ জন নিহত ও ৬৬০ আহত হয়। ২০২২ সালে ৭৬৫ দুর্ঘটনায় ৬২৭ আহত ও নিহত হয় ৭৩ জন। ২০২৩ সালের ১০ অক্টোবর পর্যন্ত ৬৭৬ দুর্ঘটনায় ৫৭২ আহত এবং নিহত হয় ৫৯ জন।
সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা জানান, পৃথক বাইক লেন না থাকা, তদারকি না করা, দ্রুতগতিতে বাহন চালানো ও স্লিপারগুলো দুর্ঘটনামুক্ত করার জন্য উপযোগী না হওয়ায় ফ্লাইওভারটিতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।