ববিতে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতীকী মানববন্ধন করেছে ছাত্রদলের বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার নেতাকর্মীরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে হাফ প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। আমরা চাই ধর্ষণ বন্ধ হোক, সেইসঙ্গে ঘটে যাওয়া ধর্ষণকাণ্ডের অতি দ্রুত বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক। তাই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষণের ঘটনার বিচার ও সর্বোচ্চ সাজার দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রেজা শরীফ বলেন, ‘গোটা দেশে আজ বিবস্ত্রকরণ ও ধর্ষণের ঘটনা বেড়ে চলছে। এর প্রতিবাদে আমরা হাফ প্যান্ট ও গেঞ্জি পরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছি। যেখানে বিভিন্ন প্রতিবাদী লেখা সংবলিত প্লাকার্ড দিয়ে লজ্জা ঢাকার চেষ্টাও করা হয়েছে। আবার অনেকে ছেঁড়া গেঞ্জি পরেও প্রতিবাদ জানিয়েছে। এক কথায় প্রতীকী মানববন্ধনের মাধ্যমে আমরা ধর্ষণের প্রতিবাদ জানিয়েছি।

আকতার ফারুক শাহিন, বরিশাল