বরিশালে ছাত্রদলের মিছিলে বাধা

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। পরে তারা জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করেন। এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ জেলা বিএনপি।
আজ শনিবার সকালে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উত্তর জেলা বিএনপি আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের সঞ্চলনায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন মুলাদী উপজেলা বিএনপি সভাপতি আব্দুস ছাত্তার খান, উত্তর জেলা বিএনপির সদস্য সৈয়দ রফিকুল ইসলাম লাবু, গিয়াস উদ্দিন দিপেন প্রমুখ।
দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক মজিবর রহমান নান্টু। সদস্য সচিব আকতার হোসেন মেবুলের সঞ্চলনায় বক্তব্য দেন সদস্য নুরুল আমিন, নাজিম উদ্দিন আহমেদ পান্না, সাদেকুর রহমান লিঙ্কন, মন্টু খান, মিজানুর রহমান প্রমুখ।