বরিশালে মাটি খোঁড়ার সময় দেড় সহস্রাধিক গুলি উদ্ধার
বরিশালে মাটির নিচ থেকে আজ শুক্রবার দুপুরে দেড় সহস্রাধিক গুলি উদ্ধার করা হয়েছে। আগৈলঝাড়া উপজেলা প্রশাসন গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রাম থেকে গুলিগুলো জব্দ করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এসব গুলি মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারণা করছেন স্থানীয়রা।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামে সরকারের আশ্রয়ণ প্রকল্পের জমি থেকে এই গুলি উদ্ধার করা হয়।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য কালুপাড়া গ্রামের কিসমত সরদারের কাছ থেকে জমি কেনে উপজেলা প্রশাসন। ওই জমিতে ঘর নির্মাণের জন্য মাটি খননের কাজ শুরু হয়। আজ তিন ফুট মাটির নিচ থেকে শ্রমিকরা বিপুল পরিমাণ পরিত্যক্ত গুলি উদ্ধার করেন।
গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের সময় ওই বাড়িতে ক্যাম্প ছিল। তাঁদের ব্যবহৃত গুলি ছিল বলে ধারণা করা হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম জানান, ঘটনা জেনে আগৈলঝাড়া থানার পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান তিনি। পরে উদ্ধার করা এক হাজার ৫৫৪টি গুলি জব্দ করেন। এরপর উদ্ধার করা গুলি থানায় হস্তান্তর করেন।
পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘মাটির নিচ থেকে পাওয়া এক হাজার ৫৫৪টি গুলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জব্দ গুলি বরিশাল আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’