বরিশালে সংস্কৃতিকর্মী আত্মহত্যা প্ররোচনা মামলায় যুবক গ্রেপ্তার
বরিশালের সংস্কৃতিকর্মী শামসুন্নাহার নিপার আত্মহত্যার ঘটনায় আমিরুল ইসলাম নামে ২৯ বছর বয়সী এক যুবককে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আমিরুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পূর্বহাটি গ্রামে। চাকরির সুবাদে তিনি নরসিংদীতে থাকতেন।
বরিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, ‘গ্রেপ্তার হওয়া আমিরুলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া হলেও নরসিংদীতে চাকরি করতেন। ১৩ আগস্ট তার বিরুদ্ধে শামসুন্নাহার নিপাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে থানায় মামলা করেন নিপার বোন ডালিয়া আক্তার। মামলায় অভিযুক্ত আমিরুলের সঙ্গে নিপার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের কথা উল্লেখ করা হয়। নিপা বিয়ের জন্য চাপ দিলে তা প্রত্যাখ্যান করে এবং তাকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ আনা হয়েছে আমিরুলের বিরুদ্ধে। গতকাল শুক্রবার অভিযান চালিয়ে নরসিংদী থেকে গ্রেপ্তার করে আমিরুলকে বরিশালে নিয়ে আসে পুলিশ। শনিবার তাকে আদালতে তোলা হবে।’
গত ২ আগস্ট গভীর রাতে বরিশাল নগরীর মল্লিক রোডে ভাড়া বাসায় নিজ কক্ষে আত্মহত্যা করেন আবৃত্তিতে স্বর্ণপদক বিজয়ী শামসুন্নাহার নিপা। তিনি বরিশাল উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্য ছিলেন।