বসুরহাটে হচ্ছেটা কী : হাইকোর্ট
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলা-মামলার ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। এ সময় আদালত প্রশ্ন রেখে বলেন, ‘বসুরহাটে হচ্ছেটা কী’?
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান ও সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরীসহ ৯৮ জনকে দেওয়া আগাম জামিন আদেশের শুনানিতে হাইকোর্ট আজ বৃহস্পতিবার এই মন্তব্য করেন।
হত্যাচেষ্টাসহ মোট তিনটি মামলায় চার সপ্তাহের আগাম জামিনপ্রাপ্ত ৯৮ জনের মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দুই ভাগ্নে মাহবুবুর রহমান মঞ্জু ও ফখরুল ইসলাম রাহাতও রয়েছেন।
হাইকোর্টের হাজির হয়ে আজ বৃহস্পতিবার জামিন চাইলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৯৮ জনকে আগাম জামিন দেন।
আদালতে এদের জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও মোনায়েম নবী।
একইদিন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী আইয়ুব আলীসহ নয়জনকেও চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আদালতে এদের পক্ষে শুনানি করেন আইনজীবী সুমন বণিক। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মেয়র আবদুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি, পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়।

নিজস্ব প্রতিবেদক