বাংলাদেশে আসছেন চার দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতসহ দক্ষিণ এশিয়ার চারটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান বাংলাদেশে আসছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
প্রতিমন্ত্রী গণমাধ্যমকে জানান, আগামী ১৭ মার্চ মালদ্বীপের রাষ্ট্রপতি ইবরাহিম মোহামেদ সলিহ, ২২ মার্চ নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি, ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে স্মৃতিসৌধ সফরে আসবেন।
প্রতিমন্ত্রী আরও জানান, চারটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে থাকবে স্মৃতিসৌধ চত্বর। তাঁদের স্বাগত জানাবেন মুক্তিযুদ্ধবিষয়ক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহিদুল্লাহ খন্দকার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আখতার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন, স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ অনেকে।