বাংলালিংকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন জেমস

Looks like you've blocked notifications!
ফাইল ছবি

বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে করা দুটি মামলা প্রত্যাহার হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলার বাদী মাহফুজ আনাম জেমস ও হামিন আহমেদ হাজির হয়ে মামলা দুটি প্রত্যাহার করেন।

এ বিষয়ে আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এনটিভি অনলাইনকে বলেন, আজ ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বাংলালিংকের বিরুদ্ধে করা দুটি কপিরাইট আইনে মামলায় জেমস ও হামিন আহমেদ হাজির হন। এ সময়ে তাঁদের মধ্যে আপস হয়েছে বলে মামলা প্রত্যাহারের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। এ সময়ে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ (সিইও) চার জন আদালতে হাজির ছিলেন।

এ মামলায় বিবাদীরা হলেন—বাংলালিংকের (সিইও) এরিক অ্যাস, প্রতিষ্ঠানটির চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, চিফ করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান এবং হেড অব ভ্যাস অনিক ধর।

মামলার নথি থেকে জানা গেছে—২০২১ সালের ১০ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে জেমস ও মাইলস বাদী হয়ে মামলাটি করেন। এরপর বিচারক মামলাটি আমলে নিয়ে বিবাদীদের প্রতি সমন জারি করেন।