বাইকে হেলমেটবিহীন ৩ আরোহী, দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাইম আল হাসান পারভেজ নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় নাইমের বন্ধুসহ তিনজন আহত হয়েছেন।
আজ শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর-রামগতি সড়কের সুতারগোপ্টা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাইম সদর উপজেলার জকসিন বাজার এলাকা বাসিন্দা এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র।
আহতরা হলেন নাইমের বন্ধু আসিফ, অটোরিকশা যাত্রী রাসেল ও সাগর। এর মধ্যে আসিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, নাইম তার বন্ধু আসিফকে নিয়ে মোটরসাইকেলে কমলনগরের মতিরহাট মেঘনা তীরে ঘুরতে যাচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাইম, আসিফ ও অটোরিকশার দুই যাত্রী আহত হন। দুর্ঘটনার সময় নাইমের মাথায় হেলমেট ছিল না বলে জানা যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় হাসপাতালের চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আনোয়ার হোসেন বলেন, ‘দুর্ঘটনায় নাইম নামে একজন মারা গেছেন। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর অবস্থায় আসিফ নামে একজনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’