বান্দরবানে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
বান্দরবানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ গণতান্ত্রিক) এক কর্মী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের চাকমা পূনর্বাসন পাড়া এলাকায় গুলিতে নিহত ওই ইউপিডিএফ সদস্যের নাম জলন্ত তঞ্চঙ্গ্যা (৩৫)। তাঁর বাড়ি বান্দরবান সদরের রাজবিলা ইউনিয়নের তেংলুং পাড়ায়।
ইউপিডিএফ গণতান্ত্রিক জেলা সাধারণ সম্পাদক উবামং মারমা জানান, নিহত ইউপিডিএফ গণতান্ত্রিকের কর্মী জলন্ত তঞ্চঙ্গ্যা আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। পাহাড়ে আধিপত্য বিস্তারের জন্য টার্গেট করে তাঁকে হত্যা করা হয়েছে।
স্থানীয় টংকাবতী ইউনিয়নের চেয়ারম্যান মাঙইয়ং ম্রো বলেন, ‘একজনকে গুলি করে হত্যার বিষয়টি পাড়াবাসীরা জানিয়েছে। টংকাবতীতে গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে, সন্ত্রাসী গোষ্ঠীরা কারা, তা জানি না।’
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, ‘টংকাবতীতে গুলি করে একজনকে হত্যার খবর পেয়েছি। আধিপত্যের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে আছে।’
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’