অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
চাঁদপুরের হাইমচরে একটি ধানক্ষেত থেকে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাঢ়ী কান্দির একটি ধানক্ষেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, জহিরুল ইসলাম নিজেই তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করেছেন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তার স্বামী জহিরুল ইসলামকে আটক করার পর হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকার করলে তাকে নীলকমল নৌপুলিশ ফাঁড়ির পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত জহিরুলকে স্থানীয়রা জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘এই বউ আমাকে আগেই কয়েকবার মেরে ফেলতে চেয়েছে। তাই আমি নিজেই ওকে আজকে মেরে ফেলেছি। প্রায় সময় আমাকে হুমকিধমকি দিত, এমনকি মারধরও করত। আমি তাকে নিজের হাতে মেরে ফেলেছি। আমার কোনো সহযোগী ছিল না।’
নীলকমল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মনির সিকদার জানান, দুপুরের দিকে স্থানীয়রা নদীর পাড়ে ওই নারীর পোশাক দেখতে পেয়ে সন্দেহ করেন। পরে এলাকাবাসীসহ খোঁজাখুঁজির একপর্যায়ে ধানক্ষেতে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পাশে অবস্থানরত স্বামী জহিরুলকে জিজ্ঞাসাবাদ করলে তিনিও ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন।
চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারীর স্বামী হত্যাকাণ্ডে জড়িত। পুলিশ তাকে আটক করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

শরীফুল ইসলাম, চাঁদপুর