বান্দরবানে ম্যাজিস্ট্রেটসহ ৮ জনের করোনা পজিটিভ
বান্দরবানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আটজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার রাতে কক্সবাজারের পিসিআর ল্যাবের রিপোর্টে বান্দরবান জেলায় নতুন করে আরো আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার সাতজন ও নাইক্ষ্যংছড়ির একজন।
আক্রান্তরা হলেন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের মেয়ে (১৫), জেলা প্রশাসকের সিএ, স্বাস্থ্য অফিসের কর্মচারী (৪২), মারমা সম্প্রদায়ের একজন (৩২), বালাঘাটার একজন যুবক (২৩), একটি শিশু (৫) এবং নাইক্ষ্যংছড়ির একজন যুবক (২৬)।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, ‘'নতুন আটজনসহ জেলায় আক্রান্ত ৯৩ জন। আক্রান্তদের মধ্যে সদরেই সবচেয়ে বেশি। এরই মধ্যে সুস্থ হয়েছে ৩১ জন।’
মানুষের অসচেতনতায় বাড়ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বলে জানান সিভিল সার্জন।