বান্দরবানে হাসপাতালে নেওয়ার পথে কারাবন্দির মৃত্যু
বান্দরবানে মারামারির মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত কারাবন্দিকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। নিহতের নাম দিলদার আলী প্রামানিক (৪৮)। সে লামা উপজেলার লেমুঝিড়ি নাইক্ষ্যংছড়ি মোজার বাসিন্দার মৃত নাছির প্রামানিকের ছেলে। জেলা কারাগারে দিলদার ৪০২০ নম্বর কয়েদি ছিলেন।
কারাসূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তে শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান কারাগারের জেলার ফোরকান ওয়াহিদ বলেন, ‘২০০৮ সালের মারামারির মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ছিলেন দিলদার। গত রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আইনগতভাবে ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।’