বিএনপিনেতা নাসির উদ্দীন অসীম আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/04/08/asiim-chbi.jpg)
বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার ঢাকা মহানগর নিউ মার্কেট থানার অবস্থান কর্মসূচি। ছবি : এনটিভি
বিএনপির পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি থেকে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমসহ দলের দুই নেতাকে আটক করা হয়েছে।
আজ শনিবার (৮ এপ্রিল) বিকালে ঢাকা মহানগর নিউ মার্কেট থানার অবস্থান কর্মসূচি থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমসহ সেখান থেকে দুজন দলীয় নেতাকে পুলিশ আটক করেছে।